ভোক্তাদের অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং আইন বাস্তবায়নের কার্যকরী পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে রাজশাহীর বাঘায় “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার” অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার (৮ এপ্রিল) সকাল ১১ টায়  উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মি আক্তার।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, বাঘা থানা অফিসার ইনচার্জ ( ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান, কৃষি কর্মকর্তা সফিউল্লাহ সুলতান, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, উপজেলা জামায়াতের সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন (নূহু), পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, পৌর জামায়াতের সাবেক
আমির অধ্যাপক সাইফুল ইসলাম, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমের প্রতিনিধিগণ।
আলোচনায় বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন দিক তুলে ধরেন এবং এই আইন বাস্তবায়নে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে অংশগ্রহণকারীরা ভোক্তা অধিকার বিষয়ে বিভিন্ন মতামত দেন এবং বাজারে ন্যায্য মূল্যে পণ্য পাওয়া, ভেজাল রোধসহ আইন প্রয়োগে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানান।
সেমিনার শেষে অংশগ্রহণকারীদের মাঝে ভোক্তা অধিকার সম্পর্কিত প্রচারণামূলক লিফলেট ও উপকরণ বিতরণ করা হয়
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024