কালিগঞ্জে দুটি মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত: ভ্রাম্যমাণ আদালতে ৩৫ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ফুলতলা মোড়ে অবস্থিত দুটি মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অভিযোগে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস।

অভিযানকালে ‘প্রমিস মিষ্টান্ন ভান্ডার’ ও ‘সাতক্ষীরা ঘোষ ডেয়ারি’র কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব, পানি নিষ্কাশনের অপ্রতুল ব্যবস্থা, পোড়া তেল ব্যবহার এবং দইয়ে ওজনে কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়।

এইসব অভিযোগের ভিত্তিতে ‘প্রমিস মিষ্টান্ন ভান্ডার’কে দুটি ধাপে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ফুলতলা মোড়ের দোকানের জন্য ৫ হাজার এবং বিষ্ণুপুরে অবস্থিত কারখানার অস্বাস্থ্যকর পরিবেশ ও প্রধান ফটকের তালা বন্ধ রাখার জন্য আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, ‘সাতক্ষীরা ঘোষ ডেয়ারি’র মালিককে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024