
লাখাইয়ে বোরো ধান কাটা শুরু।
লাখাইয়ে ধান উৎপাদনেরউদ্ধৃত এ বছর আগাম ও নতুন জাতের বোরো ধান কাটা শুরু হয়ে গেছে। বোরো জমি গুলো এখন সোনালী রঙ ধারণ করেছে। উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকের মুখে হাসির ফুটে উঠেছে।
লাখাইয়ের বিভিন্ন হাওরে এরই মধ্যে এই আগাম ও নতুন জাতের ধান পাকা ও কাটা শুরু হয়ে গেছে। সামগ্রিকভাবে ধান কাটা শুরু হবে আরও ১০ থেকে ১৫দিন পর। আর এই সময়ের মধ্যেই হাওর এলাকাসহ উপজেলায় বোরো জমির ধান পেকে যাবে। উপজেলায় বিশেষ করে হাওর এলাকায় এরই মধ্যে দ্রুত ধান কাটার জন্য কম্বাইন হারভেষ্টার মেশিনও গ্রামে গ্রামে চলে যাচ্ছে। হাওরের ধান কাটার জন্য প্রস্তুত কম্বাইন হারভেস্টার মেশিন। এই সমস্ত হারভেস্টার মেশিন ধান কাটায় লেগে পড়বে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, লাখাইয়ের প্রত্যেকটি হাওরে আবহাওয়া অনুকূলে থাকায় বোরো ধান উৎপাদনে কিছুটা সমস্যা দেখা দিলেও তেমন ক্ষতি হয়নি, এবং বাম্পার ফলন হয়েছে। এ বছর লাখাই উপজেলায় বোরো ধান আবাদ হয়েছে ১১ হাজার ২০৮ হেক্টর জমিতে এবং ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫০ হাজার ৪৩৬ টন।
লাখাইয়ের হাওর সমুহে সরেজমিনে গিয়ে দেখা গেছে, কৃষকরা হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটছেন। হাওরেই কৃষকরা উৎপাদিত ধান বিক্রি করে দিচ্ছেন। দামও ভাল পাচ্ছেন তারা। কয়েকদিন আবহাওয়া ভাল থাকলে সুন্দরমত ধান ঘরে তুলতে পারবে এলাকার কৃষকরা।
আগামী ৮- ১০ দিনের মধ্যে হাওরের বোরো ধান কাটা পুরোদমে শুরু হয়ে যাবে। বড় কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে হাওরগুলোর বোরো ফসল এবার ভালো হবে বলে এলাকার কৃষকেরা মন্তব্য করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহমুদুল হাসান মিজান জানান, এ বছর কিছু জমিতে মাজারা পোকা আক্রমণ করলেও তেমন বেশি ক্ষয়ক্ষতি করতে পারেনি। ব্রি ধান ২৮, ২৯, ৮৮, ৮৯, ৯২, ১২০, ১০৪, বিনা ধান ২৫, হাইব্রিড জাতের মধ্যে হীরা-১, ২, ৬, ১৯, ব্র্যাক-৩, শক্তি-১, সুরভি-১, এসএলএইচ-৮, উইন-৩০২, জনকরাজা পাইওনিয়ার ইত্যাদি জাতের ধান আবাদ হয়েছে। ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।