ঢাকার দোহার উপজেলার মৌড়া এমদাদ আলী উচ্চ বিদ্যালয়ে ১৪ই ডিসেম্বর "শহিদ বুদ্ধিজীবী দিবস" উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়। বুধবার সকাল ১০ ঘটিকায় বিদ্যালয় অডিটোরিয়াম কক্ষে শিক্ষার্থীদের নিয়ে দিবসটি পালন করা হয়। 


আলোচনা সভায় বক্তব্য তুলে ধরেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাবা জিয়াসমিন সুলতানা, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. জাকির হোসেন, সিনিয়র শিক্ষক বাবু গুরুদাস রায়, সিনিয়র শিক্ষক মাওলানা মো. আওয়াল হোসেন৷ 


এসময় বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য আলোচনা করে শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন। পরে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024