লাখাইয়ে খাবার পানির জন্য হাহাকার, টিউবওয়েলে উঠছে না পানি। লাখাই উপজেলার বিভিন্ন গ্রামে খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। টিউবওয়েলে পানি ওঠা বন্ধ হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুধু তাই নয় কিছু কিছু এলাকায় সেচ প্রকল্পগুলোতে ও পানি ওঠা বন্ধ হয়ে গেছে। পানির অভাবে গবাদিপশু পালন ও সংসারের কাজকর্মও বাধাগ্রস্ত হচ্ছে। লাখাই উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, পানির স্তর নিচে নামার কারণে হ্যান্ড টিউবওয়েলে পানি উঠছে না। তাছাড়া আমাদের এলাকার ম্যাক্সিমাম টিউবয়েল দেড় ইঞ্চি পাইপ দ্বারা বসানো, পানির স্যাংশন ক্ষমতা যখন ২৫ ফুটের নিচে নেমে যায় তখন ওই ধরনের টিউবওয়েল দিয়ে আর পানি আসে না। স্যাংশন ক্ষমতা বেশি হলে ধরনের সমস্যা হতো না। তবে পরিস্থিতি স্বাভাবিক হবে আশা করছে তারা। বৃষ্টি না হওয়া পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না। খোঁজ নিয়ে জানা যায়, লাখাইয়ের ছয় ইউনিয়নের মধ্যে বিভিন্ন গ্রামে হ্যান্ড টিউবওয়েলে পানি উঠছে না। গত মার্চ মাস থেকেই পানি ওঠা কমে যায়। আর এপ্রিলের শুরু থেকে এই সমস্যা তীব্র হতে শুরু করেছে। পানির সংকটের কারণে সামর্থ্যবান অনেকেই বাড়িতে মোটর বসিয়ে নিচ্ছেন। সরেজমিনে লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের ভরপুর্নী গ্রামে গিয়ে দেখা যায়, অধিকাংশ টিউবওয়েলে পানি উঠছে না। অনেকে টিউবওয়েলের সঙ্গে মোটর বসিয়েছেন। তবে সেখানেও পানির দেখা মিলছে না। ভরপুর্নী গ্রামের মানুষ পানির নেয়ার জন্য ভিড় উঠে করছে জামে মসজিদের এই টিউবওয়েলে। গ্রামের এক ব্যক্তি বৃষ্টি বলেন, গত দেড় মাস ধরে পানির বলে সমস্যা। বাড়িতে আমার মেয়ের হলে বিয়ে, আমার পুরাতন টিউবয়েল গুলোতে পানি উঠছে না। তাই পানির জন্য এখন নতুন আরেকটি টিউবয়েল বসিয়েছি। তাতেও সামান্য পানি দিচ্ছে। করাব ইউনিয়নের পূর্ব সিংহ গ্রামের পরিস্থিতিও একই। গ্রামটির অধিকাংশ টিউবওয়েলে পানি ওঠা বন্ধ হয়ে গেছে। পানির সংকটের কারণে সংসারের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। গ্রামের অধিকাংশ মানুষ একটি মাঠের সেচ প্রকল্পের মেশিন থেকে পানি সংগ্রহ করছে। মুড়িয়াউক ইউনিয়নের, মৌ বাড়ি, সাতাউক, ধর্মপুর, কাসিমপুর এসব এলাকা ঘুরেও দেখা যায় টিউবওয়েলে পানি উঠছে না। অনেক টিউবওয়েল একদমই নষ্ট হয়ে গিয়াছে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024