ফিলিস্তিন ফিলিস্তিন 

ভাবতে গেলে তোমার কথা 

বুকে বাজে ব্যথার বীণ! 


কত শিশু প্রাণের যিশু 

ভুবন ছেড়ে যাচ্ছে 

ঘোর বেদনা মা জননী 

হিয়াতে টের পাচ্ছে। 


দেশটা পুড়ে ছারখার 

জমছে ক্ষত বার বার 

কত স্বজন হারিয়ে গেলো 

নেইকো আশা ফিরবার। 


হে দয়াময় প্রভু 

ফিলিস্তিনকে বাঁচাও তুমি 

ব্যথা দিও না কভু।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024