|
Date: 2025-04-10 12:04:33 |
নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা রায়গঞ্জ ডিগ্রী কলেজে এর প্রভাষক নূর মোঃ আল আমিন কে নাগেশ্বরী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নির্বাচিত করায় উৎফুল্ল সাবেক ও বর্তমান ছাত্রদলের নেতা-কর্মীরা! নাগেশ্বরী উপজেলা ছাত্রদলের সভাপতি রোকনুজামান চৌধুরী টুকু বলেন নুর মোহাম্মদ আল- আমিন ভাই একজন পরিচ্ছন্ন ক্লিন ইমেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা, আমার আশা করছি তার অভিজ্ঞতা, প্রজ্ঞা, সাংগঠনিক দক্ষতা কাজে লাগাবে নব নির্বাচিত কমিটি! সাবেক ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজিজুল হক বলেন, দীর্ঘ প্রতীক্ষা ও নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা বিএনপির ১৯ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে জেলা বিএনপি, এতে স্বচ্ছ সাহসী সাবেক ছাত্রদল নেতাকে যুগ্ম আহবায়ক করায় সকল ইউনিটের ছাত্র ও যুব নেতারা অনেক খুশী।
সোমবার (৭ এপ্রিল) কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা এবং সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটিতে প্রভাষক গোলাম রসুল রাজাকে আহ্বায়ক এবং মোখলেছুর রহমানকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়
দলীয় সূত্র জানায়, এই কমিটির মাধ্যমে উপজেলা বিএনপিকে আরও সুসংগঠিত ও গতিশীল করা হবে। অপরদিকে, দলীয় নেতাকর্মীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে দল আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হবে। আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির নিকট প্রেরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে, তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের দাবি নুর মোহাম্মদ আল- আমিনের মত ক্লিন ইমেজ ব্যক্তিদের পূর্ণাঙ্গ কমিটিতে অন্তর্ভুক্ত করা হোক
© Deshchitro 2024