এসে গেল আবারও প্রিয় বিশ্বকাপ ফুটবল 

খুশির পর্দা দর্শক ও খেলোয়ারের মনে ঝলমল

খুশিতে যেন তাঁরা জ্বলে সবার মনে আনন্দ উচ্ছ্বাস। 

যার যার দলের জার্সি শোভাপায় 

যেন সবকিছু আনন্দমুখর 

মেসি অথবা নেইমার'কে নিয়ে কলরব। 

খেলা দেখতে লাগে মনোহর 

ব্যস্ত যেন বিশ্বকাপ প্রেমিকরা। 

ছোট-বড়, নারী-পুরুষ বৃদ্ধ 

সবাই যেন পুলকিত দৃষ্টি 

বিশ্বকাপের উদ্বোধন অনবদ্য সৃষ্টি। 

রং লেগেছে সবার মনে জমকালো আয়েজনে 

ফুল ফুটেছে মনের বনে। 

হারজিৎ যাই হোক না কেন- 

হিংসা ভুলে খেলা চলুক অবিরত বিভেদহীন। 




স্বর্ণা তালুকদার 

লেখিকা, 

রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024