|
Date: 2025-04-10 16:55:53 |
গত ৯ এপ্রিল, বুধবার তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী'র প্রশাসনের সাথে কেন্দ্রীয় ছাত্রসংসদ নেতৃবৃন্দের প্রাতিষ্ঠানিক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
অধ্যক্ষ ড. হেফজুর রহমানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন তা'মীরুল মিল্লাত ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান ড. কোরবান আলী, মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান এবং বিভিন্ন সিনিয়র শিক্ষকবৃন্দ।
টাকসু'র সম্মানিত ভিপি মুহাম্মদ ইকবাল কবিরের নেতৃত্বে জিএস সাঈদুল ইসলাম সাঈদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত বৈঠকে ছাত্রদের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি বিশেষভাবে কয়েকটি বিষয় দ্রুত সময়ের মাঝে বাস্তবায়নের জন্য দাবি জানানো হয়।
★বিশেষ দাবীসমূহঃ
১. বৈঠক পরবর্তী ১৫ কর্মদিবসের মাঝে কম্পিউটার ল্যাব পরিপূর্ণভাবে সচল করা এবং ছাত্রদের জন্য ব্যবহার উপযোগী করে উন্মুক্ত করা।
২. এপ্রিল'২৫ এর মাঝে মানসম্মত সায়েন্স ল্যাব পরিপূর্ণভাবে সচল করা এবং ছাত্রদের ব্যবহার উপযোগী করে নিয়মিত ব্যবহারিক ক্লাস নিশ্চিত করা।
উপরোক্ত দাবীসমূহ নির্দিষ্ট সময়ের মাঝে বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠান প্রশাসনের পক্ষ থেকে আস্বস্ত করা হয়।
© Deshchitro 2024