দক্ষিণ-পশ্চিম উপকূলে জলবায়ু ধর্মঘট:  তহবিলের দাবি

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিপর্যস্ত বাংলাদেশের সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের যুবরা জলবায়ু ন্যায্যতা এবং জলবায়ু তহবিল থেকে বাংলাদেশের জন্য সহায়তার দাবিতে এক জলবায়ু ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে।

 শুক্রবার (১১ এপ্রিল) সকাল ৯ টায় বৈশ্বিক জলবায়ু ধর্মঘটের সাথে একাত্মতা প্রকাশ করে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের যুবকরা একত্রিত হয়ে বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে এই জলবায়ু ধর্মঘট এবং সমাবেশ করেন। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে "উপকূলের জীবন, প্রকৃতির দান; জলবায়ু ন্যায্যতা, আমাদের অধিকার", "জলবায়ু ন্যায্যতা নিশ্চিত কর। সবুজ পৃথিবী রক্ষা কর", উই ওয়ান্ট জাস্টিস, ক্লাইমেট জাস্টিস", "কার্বন নিঃসরণ কমাও, আমাদের ভবিষ্যৎ বাঁচাও", "জলবায়ু তহবিলের সঠিক ব্যবহার চাই" ইত্যাদি স্লোগান লেখা ছিল।

যুব স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম (এসএসএসটি) এর আয়োজনে এই ধর্মঘটে অংশ নেন শ্যামনগর উপজেলা যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটি, সবুজ সংহতি, স্থানীয় জনগোষ্ঠী ও বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক।

এসএসএসটি পদ্মপুকুর ইউনিটের সভাপতি ধীরাজ কুমার মন্ডলের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চল ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা বৃদ্ধি সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে মারাত্মক ক্ষতিগ্রস্ত। এর ফলে এখানকার মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে। তাঁরা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত দেশগুলোকে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে পর্যাপ্ত আর্থিক সহায়তা প্রদান করতে হবে। জলবায়ু তহবিলের অর্থায়নের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবিও জানান তাঁরা।

 সমাবেশে বক্তব্য রাখেন পরিবেশ কর্মী ও যুব জলবায়ু যোদ্ধা স.ম ওসমান গনী সোহাগ , সবুজ সংহতি'র সদস্য ও পদ্মপুকুর ইউপি সদস্য উত্তম কুমার মন্ডল, এসএসএসটির সদস্য সচিব মো. সাইদুল ইসলাম, বারসিকের কর্মসূচী কর্মকর্তা বিশ্বজিৎ মন্ডল, জলবায়ু যোদ্ধা মারুফ হোসেন মিলন, উন্নয়ন কর্মী বরষা গাইন, উপকূলীয় যুব সবুজ আন্দোলনের আহ্বায়ক ওবায়দুল্লাহ আল মামুন প্রমুখ।

ছবি- দক্ষিণ-পশ্চিম উপকূলে জলবায়ু ধর্মঘট:  তহবিলের দাবি



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024