মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি


কিশোরগঞ্জের কটিয়াদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কটিয়াদী শাখার উদ্যোগে ফিলিস্তিনে ইসরায়েলী আগ্রসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার(১১এপ্রিল)জুম্মার নামাজের পর ইসলামী আন্দোলন বাংলাদেশ কটিয়াদী উপজেলা সভাপতি সোয়েব ভুঞার নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।


বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ  করে কটিয়াদী বাসস্ট্যান্ড চত্বরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ কটিয়াদী উপজেলা শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা ইসরায়িলকে অর্থনৈতিকভাবে দুর্বল করার জন্য ইসরায়েলী পণ্য বয়কট করতে দেশের প্রতিটি মুসলমানের প্রতি আহবান জানান।


বিক্ষোভ মিছিলে ফিলিস্তিনী পতাকা এবং শিশুদের মরদেহের প্রতিকি লাশ বহন করা হয়। এসময় তৌহিদী জনতার আল্লাহু আকবার ধ্বনিতে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকা কম্পিত হয়ে উঠে। 

পরিশেষে ফিলিস্তিন জনগনের উপর ইসরায়লী আগ্রাসন বন্ধের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024