|
Date: 2022-12-14 13:24:31 |
শ্যামনগরে সিপিপি সেচ্ছাসেবক প্রণোদনা সমাবেশ অনুষ্ঠিত
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মুন্সিগঞ্জ টাইগার পয়েন্টে বুধবার সকাল ১১ টায় উপজেলার সিপিপি টিমের আয়োজনে সিপিপি স্বেচ্ছাসেবক প্রণোদনা সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি)মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেনসচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ,মো কামরুল হাসান, এনডিসি । বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিপিপি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের পরিচালক আহমাদুল হক, সিপিপি প্রধান কার্যালয় ঢাকার,পরিচালক(অপারেশন) নূর ইসলাম খান, ফরেন ডেলিগেট আব্দুস সাত্তার ইসোয়েত, সাতক্ষীরা জেলা পুণবাসন কর্মকর্তা আবু বাছেদ , শ্যামনগর উপজেলা সিপিপি টিম লিডার মোঃ মাকসুদুর রহমান মুকুল, মোঃ মজিবুর রহমান প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শরাফ হোসাইন খান,উপ পরিচালক সিপিপি প্রধান কার্যালয় ঢাকা,আব্দুল লতিফ উপ পরিচালক সিপিপি খুলনা আঞ্চলিক কার্যালয়। শ্যামনগর উপজেলা ১২টি ইউনিয়নের ২৯শত ৮০ জন সিপিপি র নারী/ পূরুষ সদস্যগন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সিপিপির শ্যামনগরের সহকারি পরিচালক মুন্সি নুরমোহাম্মদ।
ছবি- শ্যামনগরে সিপিপি সেচ্ছাসেবক প্রণোদনা সমাবেশ
© Deshchitro 2024