
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মসজিদের দানবাক্স ভেঙ্গে টাকা চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার ১১ এপ্রিল রাতে কোন এক সময় উপজেলার গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বুধাই বাড়ি জামে মসজিদের দানবাক্স ভেঙ্গে টাকা চুরির ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মুসল্লীরা ফযরের সময় নামাজ পড়ার জন্য মসজিদে গেলে দেখতে পায় দানবাক্সের তালা ভাঙ্গা এবং টাকা গুলো নেই। পরে তারা মসজিদ কমিটিকে অবহিত করেন। তারা আরও বলেন, ঐ এলাকার সিদ্দিক মিয়ার ছেলে স্বাধীনকে তাদের সন্দেহ হয়, সে একজন নেশাখোর সে এলাকায় ঐরকম ঘটনা আরও ঘটিয়েছে এবং সে'ই এই কাজ করতে পারে।
মসজিদ কমিটির এক সদস্য বলেন, এ বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি এবং এ বিষয়ে থানায় অভিযোগ করা হবে। তিনি বলেন স্থানীয় জনগণ এ চুরির সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা হবে।