|
Date: 2025-04-12 01:47:54 |
মিরসরাই উপজেলা সদরের মিরসরাই সেবা আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এবার যাত্রা শুরু করলো ডেন্টাল বিভাগ। শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে ফিতা কেটে ডেন্টাল বিভাগের উদ্বোধন করা হয়েছে। ডেন্টাল বিভাগে প্রতিদিন আধুনিক যন্ত্রপাতি ও বিডিএস ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা প্রদান করা হবে। ডেন্টাল বিভাগের উদ্বোধনী অনুষ্ঠান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান ঈশানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নজরুল গবেষক, শিক্ষানুরাগী ড. মুহাম্মদ কামাল উদ্দিন, মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. নুরুল আলম, মিরসরাই উপজেলা হাসপাতাল ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক মো. নিজাম উদ্দিন, ব্যবসায়ী শাহাদাত হোসেন, সিনিয়র সাংবাদিক বিপুল দাশ, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম আনোয়ার হোসেন, মোহাম্মদ ইউসুফসহ সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। উদ্বোধন উপলক্ষ্যে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী।
মিরসরাই সেবা আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান ইশান বলেন, প্রতিষ্ঠার পর থেকে সেবা আধুনিক হাসপাতাল অত্র অঞ্চলে সুনামের সহিত অভিজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা দিয়ে আসছে। এবার হাসপাতালে নতুনভাবে যোগ করা হয়েছে আধুনিক যন্ত্রপাতি ও বিডিএস ডাক্তার দ্বারা ডেন্টাল চিকিৎসা সেবা। ২৪ ঘন্টা রোগীদের ডেন্টাল সেবা দেওয়া হবে।
© Deshchitro 2024