|
Date: 2025-04-12 08:02:02 |
মানতা জ্বলছে আজ,
পুড়ছে স্বপ্ন পাতা।
কোথায় আছো বিশ্ব বিবেক,
কোথায় তোমার ভ্রাতা?
সত্য জ্বলে ছাই হলো
পাপিষ্ঠের দাবানলে,
এমন সময়, বিশ্ব বিবেক,
চুপটি করলে চলে?
সত্যের অসীম দাবানলে
পিষে ফেলো জাতাঁকলে,
ধ্বংস হোক কালো হাত,
অশেষ বাহুবলে।
তবুও জেগে থাকুক আশা
অন্ধকারের বুক চিরে,
আলোর বারতা ফের আসুক
মানবতার তরে।
-সজিব হোসেন
© Deshchitro 2024