লালপুরে ট্রেনের চাকা ভেঙ্গে ইঞ্জিন লাইনচ্যুত, রেললাইনে ফাটল আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর জংশন রেলওয়ে স্টেশনের পাশে বাওড়া ব্রিজ এলাকায় ঈশ্বরদী থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী রাজশাহী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আব্দুলপুর রেলওয়ে স্টেশনের মাস্টার শেখ জিয়াউদ্দিন মাহমুদ এই তথ্য নিশ্চিত করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ঈশ্বরদী থেকে চাঁপাইনবাবগঞ্জ অভিমুখী রাজশাহী এক্সপ্রেস ট্রেন আজিমনগর ছেড়ে যাওয়ার পর আব্দুলপুর আগ মুহূর্তে ট্রেনের চাকা ভেঙ্গে ইঞ্জিনের লাইনচূত হয়। বর্তমানে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।উদ্ধারকারী দল আজ সকালে থেকে লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার কাজ শুরু করেছে। এদিকে সকাল সাড়ে ৭ টার দিকে একই লাইনের রেললাইনে ফাটল দেখা দিয়েছে। খবর পেয়ে রেললাইন মেরামতকর্মীরা লাইনটি মেরামতের কাজ শুরু করেছে। আব্দুলপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জিয়া উদ্দিন বলেন, গত রাত সোয়া ১০টার দিকে আব্দুলপুর স্টেশন থেকে ১ কিলো মিটার পূর্বদিকে ঢাকা থেকে আশা চাঁপাইনবাবগঞ্জগামী ফাইভ আপ ট্রেনের ইঞ্জিনের একটি চাকা ভেঙ্গে লাইনচ্যুত হয়। এতে ট্রেনের যাত্রীদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে রাতেই লাইনচ্যুত ট্রেনের বগি সরিয়ে বিকল্প লাইন দিয়ে গন্তব্যে নিয়ে যায়। লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার কাজ শুরু করেছে। লাইনটি ডাবল লাইন হওয়ায় বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024