যশোরের অভয়নগর উপজেলায় পুড়াখালী গ্রামে খোলা আকাশের নীচে আলেম ওলামা দের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


১৩ ডিসেম্বর (বুধবার সন্ধায়)  উপজেলার পুড়াখালী ফকির বাগান নামক স্থানে আলেম ওলামাদের আয়োজনে মাদক বিরোধী  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এলাকায় মারাত্মক  আকারে মাদকাসক্ত বেড়ে যাওয়ায় স্থানীয় আলেমসমাজ উদ্বিগ্ন হয়ে উঠে। এলাকা থেকে মাদক নির্মূল কারবার জন্য এলাকার সুধী জনদের নিয়ে গ্রামের বিভিন্ন মহল্লায়  মহল্লায় মাদক বিরোধী আলোচনা সভার আয়োজন করছেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জনাব মাওলানা মুফতী   ইখতিয়ার উদ্দিন, মাওলানা সাজ্জাদুর রহমান, মাওলানা রেজাউল করিম, মোঃ জুলফিকার আলি। উপস্থিত ছিলেন মাওলানা আজিম উদ্দীন, প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুর রহিম মোল্লা, মাহবুবুর রহমান, জিন্নাহ মোল্লা সহ  এলাকার সম্মানিত ডাক্তার, শিক্ষক, সমাজ সেবক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ,কৃষক, শ্রমিক সহ  বিভিন্ন শ্রেনি পেশার মানুষ। বক্তারা বলেন এলাকায় যারা মাদকাসক্ত যুবক রয়েছে তাদের তালিকা তৈরি করে প্রশাসনের নিকট প্রদান করতে হবে। এলাকা থেকে মাদক নির্মূল মা করতে পারলে সমাজ ধ্বংসের দিকে ধাবিত হবে। এই সমাজে নানাবিধ  সমস্যার কারণে  এলাকাবাসীর সহযোগিতায় ৩০ ডিসেম্বর বড় ধরনের সমাবেশ আয়োজন করার লক্ষে সকলের  সহযোগীতা একান্ত কাম্য বলে মনে করেন আয়োজকরা।  

 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024