টাংগাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ঢাকায় “মার্চ ফর গাজা” কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ক্যাম্পাস বাসের আবেদন করলেও, শেষ পর্যন্ত সেই অনুরোধে সাড়া দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ডুয়েটসহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় "মার্চ ফর গাজায়" অংশগ্রহণ করার জন্য শিক্ষার্থীদের বাসের ব্যবস্থা করলেও ব্যাতিক্রম মাভাবিপ্রবি। শিক্ষার্থীদের ঢাকায় যেতে হয়েছে নিজ খরচ ও পাব্লিক পরিবহনে ভোগান্তির শিকার হয়ে। ফিলিস্তিনের সমর্থনে "মার্চ ফর গাজায়" অংশগ্রহণ করার জন্য বাস না দেওয়ায় নিন্দার ঝড় বইছে মাভাবিপ্রবি ক্যাম্পাস জুড়ে। একে ইতিহাসের অন্যতম নেঃক্কারজনক ঘটনা বলে আখ্যায়িত করেছেন অনেক শিক্ষার্থী।


বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবহন পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুল বাশার ও বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের কাছে দেখা করে কর্মসূচিতে যাওয়ার আগ্রহ প্রকাশ করে অন্তত একটি বাসের প্রয়োজনীয়তা তুলে ধরেন। কিন্তু  তারা নিরাপত্তা ইস্যুকে সামনে এনে বাস দেওয়ার ক্ষেত্রে অপারগতা প্রকাশ করেন। এমনকি কোনো দুর্ঘটনা ঘটলে তার দায়ভার শিক্ষার্থীরা নেবে কিনা এমন প্রশ্নও শিক্ষার্থীদের করা হয় বলে জানা যায়।


শিক্ষার্থীরা জানান, "যদি কেউ স্বেচ্ছায় ও নিজ দায়িত্বে কর্মসূচিতে যেতে চায়, তবে প্রশাসনের কোনো আপত্তি নেই। তবে সংহতির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বাসে সম্মিলিতভাবে যাওয়ার যে চেষ্টা ছিল, তা কোনোভাবেই তারা সমর্থন করতে রাজি হননি।"


বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌকির আহমেদ বলেন, "আমরা কয়েকজন মিলে প্রশাসনের সঙ্গে কথা বলেও একটি বাস ম্যানেজ করতে পারি নি। অনেক শিক্ষার্থী একসাথে গেলে ক্যাম্পাসের ঐক্য আরও সুদৃঢ় হতো।"


বিশ্ববিদ্যালয়ের পরিবহন পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুল বাশার বলেন, "পরিবহন বিষয়ক কোন সিদ্ধান্ত আমি একা নিতে পারি না। এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সম্মিলিত সিদ্ধান্ত ছিল। আমি শিক্ষার্থীদের একটি লিখিত আবেদন দিতে বলেছিলাম শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্র পরিচালকের মাধ্যমে। কিন্তু তারা সরাসরি ভিসি স্যারের সাথে দেখা করার পর আমাকে আর কোন আবেদন দেয়নি।"


শিক্ষার্থী জানান, "ভিসি স্যারকে অনেক অনুরোধ করার পরেও যখন বাস দেওয়ার জন্য রাজি হয় নি তখন নামেমাত্র আবেদন পত্র দেওয়ার আমরা কোন যৌক্তিকতা দেখিনি।"


এই ঘটনা শিক্ষার্থীদের মাঝে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। পাশাপাশি দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এর তীব্র সমালোচনা করেছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024