|
Date: 2025-04-13 18:39:39 |
কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা পূর্ব মুরাপাড়ায় লিবিয়া প্রবাসী মোহাম্মদ রফিক(৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা করেছে পুলিশ। নিহত রফিক একই এলাকার মৃত সোলায়মানের ছেলে। রবিবার (১৩ এপ্রিল) রামুর জোয়ারিয়ানালা এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়,স্থানীয়রা ঝুলন্ত মরদেহ দেখতে পেলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী বলেন,সকালে খবর পেয়ে পুলিশ গঠনা স্থানে যায়। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
© Deshchitro 2024