লালপুর থানা থেকে আসামি ছিনতাই মামলায় সাবেক বিএনপি নেতা গ্রেপ্তার আবু তালেব, লালপুর(নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শিমুলকে সরকারি কাজে বাধা এবং থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৩ এপ্রিল) বিকেলে সালামপুর বাজারে অবস্থিত তার নিজস্ব ওষুধের দোকান থেকে তাকে আটক করা হয়। লালপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মোমিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, “পূর্বে দায়ের করা একটি মামলার তদন্তে শিমুলের সম্পৃক্ততা পাওয়া গেছে। তদন্তের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়া এবং সরকারি কাজে বাধা সৃষ্টির অভিযোগে দায়ের করা হয়েছিল।” পুলিশ জানায়, শিমুল এক সময় আড়বাব ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মামলার তদন্তে তার জড়িত থাকার প্রমাণ পাওয়ার পর আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024