|
Date: 2025-04-13 22:54:28 |
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ঝিনাইগাতী সদর ইউনিয়নের রামেরকুড়া জাগরনী সংলাপ কেন্দ্রে মর্যাদাপূর্ণ ও টেকসই আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির সুশীল সমাজ ও সরকারি খাতের কর্মসূচিকে শক্তিশালী করার জন্য সমাজে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১০ এপ্রিল বৃহস্পতিবার এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে,সদস্যরা দুর্নীতি সম্পর্কে জানতে ও বলতে পারবে, দুর্নীতির কারণ সম্পর্কে জানতে পারবে, দুর্নীতি প্রতিরোধে করণীয় সম্পর্কে জানতে পারবে, দুর্নীতি প্রতিরোধের কর্ম পরিকল্পনা প্রণয়ন করতে পারবে। প্রশিক্ষণে কারিতাস বাংলাদেশ, স্ট্রমী ফাউন্ডেশন সম্পর্কে ধারণা প্রদান, সীডস প্রকল্প কি? সীডস প্রকল্পের প্রধান কার্যক্রম নিয়ে সহভাগিতা, দুর্নীতি কি? দুর্নীতির শ্রেণি বিভাগ, দুর্নীতির কারণসমূহ দুর্নীতির ক্ষেত্রসমূহ কি কি? দুর্নীতির ঝুঁকিসমূহ, দুর্নীতির প্রধান সমস্যা দুর্নীতি প্রতিরোধে করণীয়, দুর্নীতি প্রতিরোধে স্লোগানসমূহ দুর্নীতি বিরোধী ফোকাল পার্সনের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে ধারণা প্রদান প্রশিক্ষণার্থীদের কমিটির কর্মপরিকল্পনা প্রণয়ন ও আলোচনা করা হয়। উক্ত দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণে সহায়তা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মিস. রবেতা ম্রং ও সীডস কর্মসূচির মাঠ সহায়ক মিসেস লিয়া হাগিদক। প্রশিক্ষণে মোট ১৬টি আত্মনির্ভরশীল দলের ২৪ জন সদস্য অংশগ্রহণ করে।
© Deshchitro 2024