|
Date: 2025-04-14 16:59:26 |
জামালপুরের ইসলামপুর উপজেলার বিএনপির এক নেতা আক্ষেপ করে বলেছেন, 'আমি প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপির রাজনীতিতে যুক্ত। যুবক বয়স থেকে বিএনপির রাজনীতি করি। এখন বৃদ্ধ হওয়ায় দলের সুবিধাভোগী নেতা-কর্মী আমাকে বোঝা মনে করছে। উদ্দেশ্য হাসিল করতে তাঁরা নানা ফন্দি-ফিকিরও আঁটছে। আমার বিরুদ্ধে মনগড়া অভিযোগ তোলা হচ্ছে। আমি চক্রান্তের শিকার হচ্ছি। দল গোছানোর কথা বলায় উল্টো আমাকেই কারণ দর্শানোর নামে নোটিশ দেওয়া হয়েছে।'
ভুক্তভোগী ওই নেতার নাম শওকত আলী ওরফে লাল মিয়া মাষ্টার। বয়স আনুমানিক ৭০ বছর। তিনি উপজেলার চরপুটিমারী ইউনিয়ন বিএনপির উত্তর শাখা কমিটির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছেন।
আজ সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে মোবাইল ফোনে এ প্রতিবেদককে সদলীয় নেতা-কর্মীদের প্রতি আক্ষেপ করে তিনি এসব কথা বলেন।
স্থানীয় দলীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (১২ এপ্রিল) আওয়ামী লীগ নেতা-কর্মীদের পুনবার্সন করাসহ দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনিদিষ্ট অভিযোগের প্রেক্ষিতে উপজেলা বিএনপির পক্ষ থেকে লাল মিয়া মাষ্টারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফিরোজ আহম্মেদ মিন্টু স্বাক্ষরিত দলীয় প্যাডে দেওয়া ওই কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চরপুটিমারী ইউনিয়ন উত্তর শাখার সাধারণ সম্পাদক পদে আসীন থেকে লাল মিয়া মাষ্টার পতিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের পুনবার্সনে লিপ্ত রয়েছেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সুনিদিষ্ট অভিযোগ পাওয়া গেছে। সেকারণে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে তাঁকে আগামী ২৫ এপ্রিলের মধ্যে ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে ব্যাখ্যা দিতে নোটিশে বলা হয়েছে।
কারণ দর্শানোর নোটিশ প্রাপ্তির বিষয়টির সত্যতা স্বীকার করে চরপুটিমারী ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সাধারণ সম্পাদক লাল মিয়া মাষ্টার আজকের পত্রিকাকে বলেন, 'গতকাল রাতে কারণ দর্শানো নোটিশ পেয়েছি। নোটিশ পেয়ে আমি হতবাক হয়েছি। কারণ যে দলের জন্য ৪৫ বছর ধরে লাখ লাখ টাকা খরচ করে আসছি, আজ সেই দলের পক্ষ থেকে মিথ্যা অভিযোগে কারণ দর্শানোর নামে আমাকে মানহানিকর নোটিশ দেওয়া হয়েছে।:
বিএনপি নেতা লাল মিয়া মাষ্টার আরও বলেন, '১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই আমি বিএনপির রাজনীতিতে যুক্ত। বিএনপির প্রতিষ্ঠাতা প্রযাত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি দেখেছি। অসংখ্যবার কাছ থেকে তাঁর বক্তব্য শোনেছে। তাঁর আদর্শে উজ্জীবীত হয়েই বিএনপিতে যোগদান করেছিলাম। দলের জন্য কত ত্যাগ স্বীকার করেছি, সেটা এলাকাবাসী জানেন। আজ বৃদ্ধ হওয়ায় আমাকে দলের পক্ষ থেকে মূল্যায়ণ করা হচ্ছে না। বিএনপি ছেড়ে অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। আমি আজীবন বিএনপির রাজনীতিই করে যাব।'
উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফিরোজ আহম্মেদ মিন্টু আজকের পত্রিকাকে বলেন, ''উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের দিক নির্দেশনা মোতাবেক দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকায় বিএনপি নেতা লাল মিয়া মাষ্টারকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।'
© Deshchitro 2024