মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ার শপথ নিয়ে কুড়িগ্রামে ৩দিন ব্যাপী বিজয় উৎসব শুরু হয়েছে। কুড়িগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোট এ উৎসবের আয়োজন করেছে। 


বুধবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বালনের মাধ্যমে উৎসবের সূচনা হয়। এসময় উপস্থিত ছিলেন- জেলাপ্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশসুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, পৌর মেয়র কাজিউল ইসলাম, একাত্তরের ঘাতক দালাল নিমুর্ল কমিটির সভাপতি জ্যোতি আহমেদ, সাধারণ সম্পাদক দুলাল বোস, সাংস্কৃতিক সংগঠক মানিক চৌধুরী, সাংবাদিক সফি খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক প্রতিমা রায় চৌধুরীসহ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে সম্মিলিত সাংস্কৃতিক জোট ভুক্ত সংগঠন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ ও উদীচী কুড়িগ্রাম সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024