তারুণ্যের উদ্দীপনায় এগিয়ে চলা স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন 'হৃদয়ে ডোমার'-এর ১৬তম বর্ষপূর্তি ও ১৭তম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডোমার সেটেলমেন্ট অডিটোরিয়ামে সোমবার (১৪ই এপ্রিল) সংগঠনটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন- হৃদয়ে ডোমারের প্রতিষ্ঠাতা সাংবাদিক মোঃ সুজন হাসান। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় হৃদয়ে ডোমারের গত ১৬ বছরের বিভিন্ন মানবিক কার্যক্রম, সমাজসেবা ও শিক্ষামূলক উদ্যোগের প্রশংসা সহ আগামীর পরিকল্পনা সম্পর্কিত মতামত দেন বক্তারা। পরে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে উদযাপন করা হয়। প্রসঙ্গত, ডোমারের এসএসসি-২০০৮ ব্যাচের পরীক্ষার্থীদের সমন্বয়ে গত ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল 'হৃদয়ে ডোমার'। সংগঠনটি বিগত সময়ে বিভিন্ন সামাজিক, মানবিক ও শিক্ষা মূলক কার্যক্রমের জন্য জনমুখে অধিক পরিচিত।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024