জয়পুরহাটের ক্ষেতলালে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষদল দলের ক্ষেতলাল উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে জাকির হোসেন তালুকদারকে সভাপতি ও শারফুল ইসলামকে সেক্রেটারি ঘোষণা করা হয়। বুধবার (১৬ এপ্রিল) বিকেলে ক্ষেতলাল সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজ মাঠে উপজেলা কৃষক দলের আয়োজনে কাউন্সিলে জাতীয় পতাকা ও পায়রা এবং বেলুন উড়িয়ে কাউন্সিলের উদ্ভধোন করেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। অনুষ্ঠানে ক্ষেতলাল উপজেলা কৃষক দলের আহ্বায়ক জাকির হোসেন তালুকদার এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শারফুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন৷ বগুড়া কাহালু নন্দীগ্রাম আসনের সাবেক এমপি মোশারফ হোসেন, জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ন আহবায়ক এমএ ওয়াহাব, সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান, জেলা কৃষক দলের আহ্বায়ক ছেলিম রেজা ডিউক, সদস্য সচিব কাজী মোঃ মনজুরে মওলা পলাশ, ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাছুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলিম, সাধারণ সম্পাদক নাফিউল হাদি মিঠু, স্বেচ্ছাসেবক দলের নেতা সাবেক কাউন্সিলর আলিমুজ্জামান ছেলিম সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির সকল অংঙ্গ সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024