|
Date: 2025-04-16 20:28:22 |
সকাল থেকে দুপুর পর্যন্ত সারা দেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায়। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী সেখানে প্রায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া দেশজুড়েই কম-বেশি বৃষ্টি হয়েছে এবং এখনও বিভিন্ন অঞ্চলে বৃষ্টি চলমান রয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) বিকেলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আজ ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির খবর পাওয়া গেছে। সেইসঙ্গে ঢাকা এবং পার্শ্ববর্তী অঞ্চলে ঝড়ো ও দমকা হাওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছিল। এখনও ঢাকা ও আশপাশের অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন। তবে ঢাকায় দুপুরের পর থেকে কত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সেটি সন্ধ্যার পর জানা যাবে।
প্রসঙ্গত, আবহাওয়া অধিদপ্তরের নিয়ম অনুযায়ী, কোনো অঞ্চলে ২৪ ঘণ্টায় ১-১০ মিলিমিটার বৃষ্টিপাতকে হালকা, ১১-১২ মিলিমিটার বৃষ্টিপাতকে মাঝারি, ২৩-৪৩ মিলিমিটার বৃষ্টিপাতকে মাঝারি ধরনের ভারি, ৪৪-৮৮ মিলিমিটার বৃষ্টিপাতকে ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে অতি ভারি বৃষ্টিপাত হিসেবে গণ্য করা হয়।
© Deshchitro 2024