শ্যামনগরে প্রধান দুটি বধ্য ভূমি সংরক্ষণের দাবী

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ   সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরের কাতখালী ও মুন্সিগঞ্জ ইউপির হরিনগর প্রধান দুটি বধ্য ভূমি সংরক্ষণের দাবী জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দেবী রঞ্জন মন্ডল বলেন মুক্তিযুদ্ধ কালীন সময়ে উপজেলা সদরের  চুনা নদীর চরে কাতখালী বধ্যভূমিতে পাকহানাদার বাহিনী নিরিহ মানুষদের ধরে এনে জীবিত অথবা মৃত ভাবে ফেলে যেত এবং এখানে গুলিও করে মারত। মুক্তিযুদ্ধকালীন সময়ে শত শত মানুষকে এখানে হত্যা করা ও লাশ ফেলে রাখা হয়েছে।

এ ছাড়া হরিনগর আইবুড়ি নদীর চরে প্রায় অর্ধ শতাধিক মানুষকে পাক হানাদার বাহিনী ধরে এনে গুলি করে। তিনি বলেন ছোট পরিসরে এখানে মৃতদের নামের তালিকা সম্বলিত একটি ফলক তৈরী করা হয়েছে। এবং কাতখালী বধ্যভূমিতে ছোট পরিসরে স্মৃতিফলক জন্মযুদ্ধ’৭১ তৈরী করা হয়েছে। জানা যায়, এটি ২০১৫ সালের ১৬ ডিসেম্বর এমপি জগলুল হায়দার উদ্বোধন করেন।

বীরমুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল ,বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম বলেন শ্যামনগরে বধ্য ভূমি দুটিতে সরকারিভাবে বৃহত পরিসরে স্মৃতি সৌধ নির্মাণ করা প্রয়োজন। তারা বলেন হয়ত এখনও বধ্য ভূমিতে খুঁজলে মৃত মানুষের কিছু না কিছু পাওয়া যাবে। বীর মুক্তিযোদ্ধাবৃন্দ অবিলম্বে বধ্য ভূমি দুটি সংরক্ষণ করার দাবী জানান। সাথে সাথে স্থান দুটিতে নতুন প্রজন্মের পরিচিতির জন্য উদ্যোগ গ্রহণের আহব্বান জানান।  জানা যায় স্থান দুটিতে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ,উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সহ অন্যান্যরা পরিদর্শন করেছেন।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024