রংপুরের পীরগাছার ঐতিহ্যবাহী গরু-ছাগলের হাট এখন নতুন রূপে নতুন স্থানে। উপজেলা সদরের ঐহিত্যবাহী হাটটি পুনজ্জীবিত করতে সুখানপুকুর (হেলিপ্যাড) মাঠে বুধবার (১৬ এপ্রিল) থেকে চালু হয়েছে। বুধবার ছাড়াও রবিবারও গরু-ছাগল, মহিষ, ভ্যান, রিকশা, সাইকেল সহ আরও অনেক পণ্য ক্রয়-বিক্রয় করা যাবে।
হাট কমিটি সূত্রে জানা গেছে, নতুন এ হাটে দুরের ব্যবসায়ীদের নিরাপত্তা ও থাকা-খাওয়ার ব্যবস্থা। হাটটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। ক্রেতা ও বিক্রেতাদের জন্য ব্যাংকিং সুবিধা ও জালনোট সনাক্তকরণের ব্যবস্থা। হাটের মধ্যে হঠাৎ পশু অসুস্থ হলে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা সহ অন্যান্য সুবিধা রয়েছে।
হাট কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, তফিল উদ্দিন, আতাউর রহমান বলেন, নতুন হাট হিসেবে শুধু যিনি ক্রয় করছেন শুধু তার কাছ থেকে আমরা নামমাত্র মূল্য নিয়ে থাকি। যিনি বিক্রয় করছেন তার কাছ থেকে কোন টাকা নেওয়া হচ্ছে না। তারা আরও জানান, হাটে আসা সকল ক্রেতা-বিক্রেতাকে একটি করে গামছা উপহার দেওয়া হয়েছে।
আরেক সদস্য আতিয়ার রহমান বলেন, তারা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছেন। কেউ কারো সাথে অসৌজন্যমূলক কথাবার্তা বলতে পারবেন না। ক্রেতা শহিদুল ইসলাম বলেন, নতুন হাট হিসেবে এর পরিবেশটা অনেক ভালো। হাট ইজারাদার হিসেবে রয়েছেন পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা।