বানিয়াচংয়ে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে বোরো ধান কর্তনের উদ্বোধন হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় ১০ নং সুবিদপুর হাওড়ে ধান কর্তনের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান। এর আগে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বোরো ধান কর্তন উৎসব ও মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান বলেন, এ বছর সরকার কৃষকদের ন্যয্য মূল্য দিয়েছে। মাঠ পর্যায় থেকে প্রতিমণ ধান ১৪৪০ টাকায় ক্রয় করবে। কোনো দালাল ধরতে হবে না। শুধু ধান ভালোভাবে রোদে শুকিয়ে দিলেই হবে। সময় কৃষকদের দাবির প্রক্ষিতে সুবিদপুর হাওড়ে গভীর নলকূপ প্রদানের আশ্বাস দেন তিনি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি উপ-পরিচালক, মো: আক্তারুজ্জামান এর সভপতিত্বে ও মোঃ ফরুক আহমদ এর সঞ্চালণায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী আশিষ কুমার দাস, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার অলক কুমার চন্দ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হরিশ চন্দ্র, বানিয়াচং মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক শিব্বির আহমেদ আরজু ও এনটিভি প্রতিনিধি আক্তার হোসেন আলহাদী বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ। ইতিমধ্যে বাহিরের জেলার ধান কাটা শ্রমিকরা আসতে শুরু করেছেন যার মধ্যে আড়াই হাজার শ্রমিক পৌছেছেন আরও শ্রমিক আসার কথা রয়েছে বলে সূত্র জানিয়েছে। এছাড়া ১৩২ টি কম্বাইন হারভেষ্টার প্রস্তুত রয়েছে। চলতি বোরো মৌসুমে বানিয়াচং উপজেলায় মোট আবাদ‘কৃত জমির পরিমাণ ৩৩ হাজার ৭শ ৫ হেক্টর। ইতিমধ্যে উপজেলা ১৬ % বোরো ধান কর্তন করা হয়েছে। এই বৎসর সম্ভাব্য উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লক্ষ ৮ হাজার ৯শ ৭১ মেঃ টন। কৃষি বিভাগ থেকে সার্বক্ষণিক পাকা ধান কর্তন করার জন্য কৃষকদেরকে তাগিদ দেওয়া হচ্ছে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024