বি এম ফয়সাল, কুবি প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মিডিয়া ল্যাবের সরঞ্জাম না থাকা সত্ত্বেও পুরো বিল পরিশোধের ঘটনা প্রকাশ পেয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের মধ্যে নানা মতবিরোধ দেখা দিয়েছে।


জানা গেছে, ২০২৩ সালে ‘ফুয়ানা ইনফো টেক লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠান থেকে প্রায় ২৮ লাখ ৮৪ হাজার টাকা ব্যয়ে মোট ২৯টি সরঞ্জাম কেনা হয়। তবে ল্যাবের কাজ শুরুর সময় দেখা যায়, দুটি ট্রাইপড ও একটি ভিডিও এডিটিং পিসির ক্যাবল অনুপস্থিত। এসব সরঞ্জামের মূল্য আনুমানিক দেড় লাখ টাকা। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রিসিভ কপিতে সব মালামাল বুঝিয়ে দেওয়ার স্বাক্ষর থাকলেও বাস্তবে এসব সরঞ্জাম পাওয়া যায়নি। এ বিষয়ে ল্যাব স্থাপন কমিটির সদস্য এ এম এম সাইদুর রসিদ জানান, ট্রাইপড না পাওয়ার বিষয়টি কমিটির আহ্বায়ককে জানানো হয়েছিল এবং তার সম্মতিতেই রিসিভ কপিতে স্বাক্ষর করেন তিনি। কমিটির তৎকালীন আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান কাজী এম. আনিছুল ইসলাম বলেন, তিনি দায়িত্ব ছাড়ার আগে সব কিছু বুঝিয়ে দিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, "আমি এখন বাধ্যতামূলক ছুটিতে রয়েছি। ডকুমেন্টস না দেখে মন্তব্য করতে পারছি না।" তবে বিভাগের পক্ষ থেকে কোম্পানিকে জানানো হলেও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ করেন তিনি।



অন্যদিকে বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান দাবি করেন, তিনি দায়িত্ব নেওয়ার সময় সব সরঞ্জাম বুঝে পাননি। ফুয়ানা ইনফোর প্রজেক্ট ম্যানেজার মোফাজ্জল হোসেন বলেন, “আমরা তিনবার মাল ডেলিভারি দিয়েছি এবং প্রতিবারই যাচাই করে দিয়েছি। তবে আবারও কাগজপত্র দেখে বিষয়টি নিশ্চিত করব।” বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, “এটি বিভাগের জন্য একটি বড় ক্ষতি। যদি বিভাগ লিখিত অভিযোগ দেয়, প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।” ঘটনার গভীরে তদন্ত না হওয়ায় এখনো প্রকৃত দোষীদের শনাক্ত করা সম্ভব হয়নি। তবে এ ধরনের অনিয়মের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024