|
Date: 2022-12-15 15:34:41 |
পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাতৃমৃৃত্যু হার কমিয়ে আনা, বাল্যবিবাহ প্রতিরোধ করা, শিশু ও মাতৃস্বাস্থ্যের উন্নতির জন্য সময়মত পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহনের ব্যাপারে গুরুত্বারোপ করা হয়। টেকসই উন্নয়ন লক্ষ্য অনুযায়ী আগাামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে মাতৃমৃৃত্যু ৭০-এ নামিয়ে আনার লক্ষ্যে কাজ করছে স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়। স্বাস্থ্যঝুঁকি কমাতে কাজ করছে পরিবার পরিকল্পনা বিভাগের প্রয়োজনীয় সেবা রয়েছে।
২০১৯ সালে কায়রোতে অনুষ্ঠিত আইসিপিডি-২৫ সম্মেলনে সকল দেশ মাতৃমৃত্যুর শূূন্য হার, নারীর প্রতি সহিংসতা-শূন্য এবং অপূর্ন চাহিদার হার শূন্য’সহ এই তিন শূন্য অর্জন করার জন্য অঙ্গীকারবদ্ব হয়েছে। সেই থেকে এই তিন শূন্য অর্জনে কাজ করছে পরিবার পরিকল্পা মন্ত্রনালয় ও স্বাস্থ্য বিভাাগ। কিন্তু উল্লেখিত ওই তিন শূূন্য হার কমিয়ে আনতে বড় অন্তরায় হিসেবে দাঁড়িয়েছে বাল্য বিবাহ। আইনসম্মত বয়স ১৮ বছরের আগেই মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে।এটি পারিবারিক ভাবে বন্ধ হওয়া খুুবই জরুরী বলে মনে করেন আলোচকরা।
আজ বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপরোক্ত বিষয়সহ স্ব্যস্থ্য সেবার বিভিন্ন দিক উঠে আসে। এ্যাডভোকেসি সভায় সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক দীপক কুমার সাহার। প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ সবিজুর রহমান প্রমুখ।
© Deshchitro 2024