চট্টগ্রামের দোহাজারী পৌরসভায় পূর্ব হাছনদন্ডী এলাকায় আগুন লেগে পুড়ে গেছে একটি টিনশেড বাড়ী। এতে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়। ১৭ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ৯ টায় দোহাজারী পৌরসভার ৪নং ওয়ার্ড হাছনদন্ডী মৃত মোঃ ইসমাইলের পুত্র সাবেক মেয়র পদপ্রার্থী মুহাম্মদ জায়নুল আলমের বসত বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অনেক চেষ্টার পর এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীগণ আগুন নিয়ন্ত্রণে আনেন। বিগত ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর তার বড় ভাই আনোয়ারুল আলমের ঘরও তাদের অনুপস্থিতে পুড়ে যায়। এর পর থেকে তার বড় ভাইয়ের পরিবার জায়নুল আলমের ঘরে আশ্রয় নেয়। পেশাগত কারণে জায়নুল আলম চট্টগ্রাম শহরে বসবাস করেন। আগুন লাগার খবর পেয়ে তিনি বাড়িতে ছুটে আসেন। এই ব্যাপারে তিনি জানান, আগুন লেগে স্বর্ণ অলঙ্কারসহ প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। যে ঘরে আগুন লেগেছে সে ঘরে তার বড় ভাইয়ের স্ত্রী থাকতো। তার অনুপস্থিতিতে এই আগুন লাগে। এই ব্যাপারে থানায় অভিযোগ দায়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি। এলাকাবাসী সৈয়দ রবিউল হোসেন জালালী ও কুমকুম এনী মারফত জানা যায়, ঘরে থাকা নিজেদের ভুলের কারণেই আগুন লেগেছে। ঘরের ভিতর খড়-কুটো থাকায় অসচেতনা ও অসাবধানতা বসত আগুন লেগেছে বলে ধারণা করছে তারা। এটি নিয়ে এখন সমাজে উল্টাপাল্টা কথা চালাচালি করে সম্পর্কের মধ্যে বিষবাষ্প ছড়ানো হচ্ছে। যেটি এলাকার মধ্যে খুবই চিন্তার বিষয়।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024