|
Date: 2025-04-18 07:03:29 |
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খালিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এক প্রতিনিধি দলের এক বৈঠক অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এ বৈঠকে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ ইস্যু এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মধ্যে ছিলেন স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল এ. চুলিক এবং অ্যান্ড্রু হেরাপ।
বৈঠকে রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
বাংলাদেশের রোহিঙ্গা সংকট মোকাবিলায় গৃহীত পদক্ষেপের জন্য প্রতিনিধিদল বাংলাদেশের প্রশংসা করে।
© Deshchitro 2024