◾ নিউজ ডেস্ক


আগামী ২৪ ডিসেম্বর সারা দেশে গণমিছিলের কর্মসূচি স্থগিত করেছে জামায়াতে ইসলামী। গত মঙ্গলবার রাতে এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলে এটিএম মা’ছুম এই ঘোষণা দেন। শিগগির ওই কর্মসূচির পরিবর্তিত তারিখ ও সময় জানানো হবে বলে বিবৃতিতে জানান তিনি।


গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে ১০ দফা ঘোষণা করে বিএনপি। ঘোষিত ১০ দফায় সংসদ বিলুপ্ত ও সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ নির্বাচন কমিশন, কারাবন্দী রাজনৈতিক নেতাদের মুক্তি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবি উল্লেখযোগ্য। 


১০ দফার দাবি আদায়ে আগামী ২৪ ডিসেম্বর দেশের জেলা ও মহানগরে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। ওই কর্মসূচিতে সমমনাসহ অন্য দলগুলোকেও যুগপৎভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। সেদিনই বিএনপি ঘোষিত দফাগুলোর সঙ্গে কিছুটা ভিন্নতা রেখে ১০ দফা ঘোষণা করে ২০ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াত। তারাও ২৪ ডিসেম্বর সারা দেশে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করে। ২০ দলীয় জোটের আরও ১১টি দলসহ বেশ কয়েকটি দলও একই কর্মসূচি পালনের ঘোষণা দেয়। 


২৪ ডিসেম্বর ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় সম্মেলকে কেন্দ্র করে সংঘাত এড়াতে গণমিছিলের কর্মসূচি থেকে সরে এসেছে বিএনপি। গত সোমবার দলটির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। বিএনপির এই সিদ্ধান্তের পরে জামায়াতও ওই কর্মসূচি স্থগিতের ঘোষণা দিল।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024