|
Date: 2025-04-19 14:44:07 |
ভোলার তজুমদ্দিনে আজ শনিবার বিকেলে প্রবল ঝড় ও বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠিত হয়েছে ফিলিস্তিনের পক্ষে এক ব্যতিক্রমধর্মী বিশাল প্রতিবাদ সমাবেশ। ‘তাওহীদি জনতা তজুমদ্দিন ব্যানারে আয়োজিত এই সমাবেশে শত শত মানুষ ছাতা মাথায়, হাতে ফিলিস্তিনের পতাকা নিয়ে রাস্তায় জড়ো হন—জমে ওঠে মানবতার পক্ষে গর্জে ওঠা এক প্রতিবাদী মিছিল।
প্রবল বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে তারা এক কণ্ঠে শ্লোগান দেন: ‘ফিলিস্তিনের মুক্তি চাই – মানবতার জয় হোক!’
সমাবেশে বক্তারা বলেন, ‘ইসরায়েলের নির্মম আগ্রাসন ও ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের বিরুদ্ধে আজ বিশ্বজুড়ে মানুষ জেগে উঠেছে। মুসলমান হিসেবে নয়, মানুষ হিসেবে আমরা নির্যাতিতের পাশে আছি। ফিলিস্তিনের ভাই-বোনদের রক্ত বৃথা যেতে দেবে না তজুমদ্দিনের মানুষ।’
তারা আরও বলেন, ‘বিশ্ব সম্প্রদায়কে এখনই সজাগ হতে হবে। ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের পক্ষে সোচ্চার না হলে মানবতা চিরতরে পরাজিত হবে।’
সাধারণ মানুষের এমন সাহসী অংশগ্রহণ প্রমাণ করে, তজুমদ্দিন শুধু একটি উপজেলার নাম নয়, এটি ন্যায়ের পক্ষে দাঁড়ানো এক বিবেকের প্রতিচ্ছবি। সমাবেশ শেষে ফিলিস্তিনের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
© Deshchitro 2024