রংপুরের পীরগাছায় বাংলাদেশ খেলাফত মজলিসের ২৯ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে পীরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের দ্বিতীয় তলায় এ কমিটির নাম ঘোষণা করেন রংপুর জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহীম খলিল। সভায় সবার পরামর্শে সভাপতি নির্বাচিত হয়েছেন মুফতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আবু শাহমা ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আহাদ।
এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুফতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন নবনির্বাচিত প্রচার সম্পাদক আব্দুল আউয়াল, সহ-প্রচার সম্পাদক হেলাল হোসেন, বায়তুল মাল সম্পাদক মুফতি নাজমুল ইসলাম, সহ-বায়তুল মাল সম্পাদক জাহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক আহসান হাবিব, সহ-সমাজকল্যাণ সম্পাদক জাফরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে পীরগাছা উপজেলা শাখার নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ ও দোয়া পরিচালনা করেন জেলা খেলাফত মজলিসের সভাপতি ক্বারী আতাউল হক।