
বি এম ফয়সাল, কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।শনিবার (১৯ এপ্রিল) বিকাল ৩ টা থেকে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির সূত্র মতে, ৩৫০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩২ হাজার ৬৫৮টি। ফলে এই ইউনিটে আসনপ্রতি শিক্ষার্থী লড়বে ৯৩ জন।
এবিষয়ে 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষার আহ্বায়ক প্রফেসর ড. প্রদীপ দেবনাথ বলেন, 'আমরা আমাদের সবগুলো পরীক্ষা কেন্দ্রে প্রশ্ন পাঠিয়ে দিয়েছি। এখন পর্যন্ত সুষ্ঠুভাবে সবকিছু হচ্ছে। বিকাল ৩ টায় পরীক্ষা শুরু হয়েছে। আমাদের উপাচার্য মহোদয়, উপাচার্য, কোষাধক্ষ্য সকলই আছেন এবং বাকী সকল পরীক্ষার কেন্দ্র গুলোতেও সবকিছু সুষ্ঠুভাবেই হচ্ছে।'
উল্লেখ্য, আজ সকাল ১০ টায় ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।