|
Date: 2025-04-19 17:22:24 |
জামালপুরের ইসলামপুর উপজেলায় ১০০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারীকে আটক করছে পুলিশ।
আজ শনিবার (১৮ এপ্রিল) দুপুরে আটক মাদক কারবারীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে জামালপুর চিপ জুডিশিয়াল আদালতে সোপর্দ করেছে পুলিশ।
এর আগে গতকাল শুক্রবার রাত ৯টার দিকে ইসলামপুর পৌর শহরের বিজয় চত্বর এলাকা থেকে তাদের আটক করে ইসলামপুর থানা-পুলিশ।
আটক মাদক কারবারীরা হলো, উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বোলাকীপাড়া গ্রামের আক্তার মিয়ার ছেলে সাজু মিয়া (৩২), পৌর শহরের উত্তর দরিয়াবাদ গ্রামের মৃত বাদল শেখের ছেলে আলাল ওরফে বিডল (২৫) এবং পাশ্ববর্তী মেলান্দহ উপজেলার সন্তোষ দেবনাথের ছেলে সুব্রত দেবনাথ (২৭)।
ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, তিন মাদক কারবারীকে আটকের সময় তাদের কাছে রাখা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। আটক মাদক কারবারীদের বিরুদ্ধে উপপরিদর্শক (এসআই) কমল সরকার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেছেন।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ দৈনিক দেশচিত্রকে বলেন, 'মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় তিন মাদক কারবারীকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে গোপনে বিভিন্ন স্থানে মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। আমরা গোপন খবরের ভিত্তিতে তাদের আটক করতে সক্ষম হয়েছি।'
© Deshchitro 2024