নাটোরের লালপুরে প্রাইভেটকারের ধাক্কায় সড়কে প্রাণ গেল বেলাল উদ্দীন নামে এক দোকান কর্মচারীর। শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে ঈশ্বরদী- বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ লালপুর এলাকায় এঘটনা ঘটে। নিহত বেলাল উদ্দীন (৫৮) উপজেলার নবীনগর গ্রামের মৃত খোকা প্রামানিকের ছেলে ও লালপুর বাজারের মিমি ইলেকট্রনিক্সের কর্মচারী ছিলেন। স্থানীয় সূত্রে জানাযায়, সংসার চালানোর তাগিদে প্রতি দিনের ন্যায় সকালে বেলাল উদ্দীন পায়ে হেঁটে লালপুর বাজারে মিমি ইলেকট্রনিক্সে তার কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় ঈশ্বরদী থেকে রাজশাহীগামী একটি প্রাইভেটকার পিছন দিক থেকে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় সাবেক ইউপি সদস্য মাহমুদুল হক মুকুল জানান, বেলাল উদ্দীন সকালে বাড়ি থেকে হেঁটে তার কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় রাজশাহী অভিমুখে একটি প্রাইভেটকার তাকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোমিনুজ্জামান জানান, এব্যাপারে লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024