সাতক্ষীরা জজ কোর্টের এপিপি ও আশাশুনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট শহিদুল ইসলাম আশাশুনি উপজেলার ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি মনোনীত হয়েছেন। যশোর শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পত্রে এ তথ্য জানাগেছে।
উপজেলার কাটাকাটি ইউনিয়নের কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়, বুধহাটা ইউনিয়নের নৈকাটি দাখিল মাদ্রাসা ও বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসার সভাপতি হিসাবে তাকে মনোনীত করা হয়েছে। প্রতিষ্ঠান তিনটিতে তিনি সভাপতি মনোনীত হওয়ায় অভিভাবক, শিক্ষক মন্ডলী ও এলাকার সাধারণ মানুষ মধ্যে কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন। প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও সার্বিক কল্যাণে তিনি যথাযথ ভূমিকা রাখবেন বলে সকলে প্রত্যাশা জ্ঞাপন করেছেন।