নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুরে পাভেল নামের এক যুবককে বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামী রায়হান আহমেদ বাবু (২৯) কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) । শুক্রবার ১৮ এপ্রিল দুপুরে বরিশাল জেলার সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১১। রায়হান আহমেদ বাবু কাশীপুর মধ্যপাড়া এলাকার মৃত ফিরোজ আহমেদ মতিনের ছেলে । এ নিয়ে এই হত্যা মামলায় দুই জন কে গ্রেফতার করা হলো। এর আগে র‌্যাব-১১ বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জের বটতলা এলাকা থেকে আরেক অভিযুক্ত জুবায়ের আহমেদ কে (২৮) গ্রেফতার করে। র‌্যাব-১১ এর অপারেশন অফিসার মো. গোলাম মোর্শেদ গ্রেফতারের বিষয় টি আজ দেশচিত্রকে নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত রায়হান আহমেদ বাবু প্রাথমিক জিজ্ঞাসা বাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বাবুকে ফতুল্লা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি ৷ জানা গেছে গত ৩০ মার্চ ঈদুল ফিতরের চাঁদ রাতে ফতুল্লার কাশীপুরে নিজ বাড়ীর ছাদে মাদক ব্যাবসায়ী বাবু নেশা গ্রস্থ অবস্থায় বুকে পিস্তল ঠেকিয়ে বন্ধু পাভেল কে গুলি করে হত্যা করে লাশ রাস্তায় ফেলে পালিয়ে যায় ৷ পরে উত্তেজিত জনতা তার বাড়ী ঘর ভাঙচুর করে ৷
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024