নরসিংদীর পলাশ উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান জনতা আদর্শ বিদ্যাপীঠের দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা টাঙ্গাইলের ঐতিহাসিক মহেরা জমিদার বাড়িতে শিক্ষা সফরে।
১৯ এপ্রিল ২০২৫ রোজ শনিবার জনতা আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ মাসুদ খানের নেতৃত্বে সকাল সাত ঘটিকায় বিদ্যালয় গেট থেকে টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি শিক্ষা সফরের উদ্দেশ্যে বিদ্যালয় গেট থেকে তিনটি বাস ভর্তি ছাত্রছাত্রী নিয়ে শুভযাত্রা করেন। উক্ত শিক্ষা সফরে ছাত্রছাত্রী শিক্ষক কর্মচারী মিলিয়ে দেশ শতাধিক সফর সঙ্গী অংশগ্রহণ করেন।
ইতিহাস ও ঐতিহ্যের লীলাভূমি টাঙ্গাইল জেলা। ঐতিহাসিক স্থাপনার মধ্যে মহেরা জমিদার বাড়ি অন্যতম। এখানে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র অবস্থিত। ইতিহাস ও ঐতিহ্যকে জানার জন্য ছাত্র-ছাত্রীরা ছিল উৎসবমুখর।