|
Date: 2025-04-21 09:25:49 |
আজ সোমবার সকাল ৭ টা বেজে ৩০ মিনিটের পর থেকে দুপুর ১২ টার মধ্যে ঢাকা শহরের উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। আজ ঢাকা বিভাগের উত্তর-পূর্ব দিকের সকল জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। রেকর্ড ব্রেকিং পরিমাণে বজ্রপাতের আশংকা করা যাচ্ছে টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, ঢাকা, নারায়ণগঞ্জ জেলার উপরে।
আজ সকাল ৭ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে ময়মনিসংহ, রাজশাহী, রংপুর, ঢাকা, ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।
প্রতি বছর কালবৈশাখী ঝড়ের মৌসুমে এপ্রিল ও মে মাসে ৪ থেকে ৬ দিন এমন বজ্রপাতের তীব্রতা এমনই থেকে যে প্রয়াত নায়ক মান্নার মরণ কামড় সিনেমার কথা মনে করিয়ে দেয়। এই দিনগুলোতে কমপক্ষে ১০ থেকে ২০ জন মানুষ মারা যায় বজ্রপাতের কারণে। আজ সোমবার হলও তেমনই এক মরণ কামড়ের দিন। প্রাণে বাঁচতে চাইলে আজ ঘরে অবস্থান করুন।
© Deshchitro 2024