লাখাইয়ে বুল্লাবাজার ব্যকস এর আহবায়ক কমিটি গঠন। আহবায়ক খোকন,সদস্য সদস্য সচিব বাহার উদ্দিন, লাখাইয়ে বুল্লাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি ( ব্যকস) আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুল্লাবাজার ব্যকস এর নির্বাচিত কমিটির মেয়াদ পূর্তিতে কমিটির সভাপতি আশিক আহমেদ রাজিব ও সাধারণ সম্পাদক জুনাইদ চৌধুরী সহ কমিটির সকল সদস্য আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব হস্তান্তর করার লক্ষ্যে রবিবার (২০ এপ্রিল) বিকেলে বুল্লাবাজার এ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাসুকুর রহমান মাসুক এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সমিতির বিগত ৩ বছরের কার্যক্রম ও আয়-ব্যয়ের হিসাব উপস্থাপনপূর্বক দায়িত্ব হস্তান্তর করেন। পরে উপস্থিত ব্যবসায়ী বৃন্দের সর্বস্মতক্রমে বুল্লাবাজার ব্যবস্থাপনা কমিটির আহবায়ক ও ৬ নম্বর বুল্লা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ কে আহবায়ক এবং বুল্লাবাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মোঃ বাহার উদ্দিন কে আহবায়ক করে ১১( এগার) সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন সুজন মেম্বার ও নজরুল ইসলাম মেম্বার, সদস্যরা হলেন সাবেক জেলা পরিষদ সদস্য মনিরুল ইসলাম জসিম, সাবেক বুল্লাবাজার ব্যকস সভাপতি জিয়া উদ্দিন মেলু,মহসিন সাদেক, দুলাল আহমেদ, রিপন মিয়া, আব্দুল গাফফার, ফারুক মিয়া। নবগঠিত আহবায়ক কমিটি আগামী ৩ ( তিন) মাসের মধ্যে বুল্লাবাজার ব্যকস এর নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে হালনাগাদ ভোটার তালিকা প্রনয়ণ করে নির্বাচনের আয়োজন করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024