নীলফামারীর কিশোরগঞ্জে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার গভীর রাতে বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পুটিমারী ইউনিয়নের এক নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ছদর উদ্দীন (৫৫), নিতাই ইউনিয়নের দুই নং ওয়ার্ডের ইউপি সদস্য ও যুবলীগের সভাপতি মনোয়ারুল ইসলাম (৪১), একই ইউনিয়নের চার নং ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি খোকন মিয়া (২৫) এবং একই ইউনিয়নের আওয়ামী লীগ নেতা নূর হোসেন (২৩)।
পুলিশ জানায়- আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেফতার করা হয়েছে। বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, বিশেষ অভিযানে গ্রেফতারকৃতদের জেলা কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024