শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির  কার্যনির্বাহী কমিটিতে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন খলিল রহমান

মোশারফ হোসন লিটন সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির  কার্যনির্বাহী কমিটিতে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় খলিল রহমান নির্বাচিত হয়েছেন। এছাড়াও আরও ৪ জন বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন।
শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির ২০২৩-২০২৪ মেয়াদে কার্যনির্বাহী কমিটির নির্বাচনের জন‍্য তফসিল ঘোষনা করা হলে নির্ধারিত তারিখে ০২ (দুই) জন সহ-সভাপতি পদের বিপরীতে ০২ (দুই) জন প্রার্থী, ০১ (এক) জন সাধারণ সম্পাদক পদের বিপরীতে ০১ (এক) জন প্রার্থী, ০২ (দুই) জন সহ-সাধারণ সম্পাদক পদের বিপরীতে ০১ (এক) জন প্রার্থী ও ০১ (এক) জন কোষাধ্যক্ষ পদের বিপরীতে ০১ (এক) জন প্রার্থী থাকায় এবং উক্ত প্রার্থীদের মনোনয়ন পত্রটি বৈধ বিবেচিত হওয়ায় তাঁদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হলো।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের নাম-সহ-সভাপতি সুখেন্দু সেন, পিতা মৃত 
নরেন্দ্রনাথ সেন এবং মোহাম্মদ শওকত আলী, পিতা মরহুম মোহাম্মদ ছোয়াব আলী।
সাধারণ সম্পাদক অ‍্যাড.
খলিল রহমান,  পিতা মুহাম্মদ আমজাদ আলী।
সহ-সাধারণ সম্পাদক
দেওয়ান গিয়াস চৌধুরী,
পিতা দেওয়ান শাহজাহান রাজা চৌধুরী, কোষাধ্যক্ষ
মোহাম্মদ আবুল হোসেন, পিতা
মৃত নুরুল ইসলাম। 
সাধারণ সদস‍্য পদের বিপরীতে উল্লেখিত প্রার্থীগণকে নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিতব‍্য নির্বাচনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে ঘোষণা করা হলো।
সাধারণ সদস‍্যরা হলেন-কাওসার আহমদ, পিতা
মরহুম আ. করিম। প্রভাষক মো.  ওসমান গণী, পিতা মো. আব্দুর রশীদ। অ‍্যাড. আনোয়ার হোসেন, পিতা মো: আবুল হোসেন। শাহিনুর রহমান, পিতা হাজী আব্দুল বাছেত ভূইয়া। সুরঞ্জিত গুপ্ত রঞ্জু, পিতা সুধীর গুপ্ত। লিটন সরকার, পিতা স্বর্গীয় বনমালী সরকার। অ‍্যাড. সবিতা চক্রবর্তী, পিতা প্রভাকর চক্রবর্তী। মো: আমিনুল হক, পিতা এম.ভি আব্দুর রশীদ। 
মোহাম্মদ সুবাস উদ্দিন, পিতা মৃত. মো. নজির উদ্দিন।
বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (শিক্ষা ও কল‍্যাণ শাখা) ও
শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ‍্যোতি পাবলিক লাইব্রেরির কির্যনির্বাহী কমিটির নির্বাচনের রিটার্নিং অফিসার আর্নিকা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024