২০২৪-২০২৫ অর্থ বছরে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২১ এপ্রিল) সকাল ১১ টায় সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামারবাড়ি,সিরাজগঞ্জের আয়োজনে ও সদর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার।

অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক মোঃ মশকর আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা ফিতা কেটে এর শুভ উদ্বোধন ঘোষণা করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম। 

এসময়ে বিশেষ উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনোয়ার সাদাত, 

উল্লেখ্য, ৩দিন ব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্যে উন্মুক্ত থাকবে বলে জানা যায়। মেলায় ২০ টি স্টল প্রদর্শন করা হয়েছে বিভিন্ন ধরনের ফলমূল,সবজি, বীজ ও আধুনিক রোপনপদ্ধতি ও নিয়মাবলির লিফটেট, করে প্রদর্শন করা হয়েছে মালচিং পদ্ধতি বসতবাড়ী সবজি চাষ,ভাসমান বীজতলা, ভাসমান সবজিচাষ পুকুরের উপরে মাচায় সবজি চাষ প্রভৃতিতে পদ্ধতি দেখানো হয়েছে

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024