২৮ এপ্রিল ২০২৫ খ্রি. জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে সোমবার ( ২১ এপ্রিল)  বিকাল চারটার সময় সিরাজগঞ্জে অতিরিক্ত জেলা ও দায়রা জজের অফিস কক্ষে প্রচার কমিটির সভা অনুষ্ঠিত হয় তা।  এতে সভাপতিত্ব করেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং প্রচার কমিটির আহবায়ক কানিজ ফাতিমা।

এসময় উপস্থিত ছিলেন প্রচার কমিটির সদস্য  জেলা লিগ্যাল এইড অফিসার ( সিনিয়র সহকারী জজ) সাদ্দাম হোসেন, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রাসেল মাহমুদ, বিজ্ঞ সিনিয়র সহকারী জজ মোঃ সুমন ভুঁইয়া, জেলা তথ্য অফিসার ( উপপরিচালক)  মোহাম্মদ আলী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম সেলিম,

প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান,সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ইন্না, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা রুবেল সহ আরও অনেকে।

সভায় জেলা লিগ্যাল এইড অফিসার  সাদ্দাম হোসেন ( সিনিয়র সহকারী জজ)  জানান, জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে ২৮ এপ্রিল তারিখ সকাল সাড়ে আটটার সময় সিরাজগঞ্জ জেলা জজ আদালত প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালি সহ দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান,রক্তের গ্রুপ নির্ণয়,ওজন মাপা,বিনামূল্যে আইনগত পরামর্শ প্রদান,আইন সহায়তার ফরম বিতরণ এবং অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024