|
Date: 2025-04-22 13:48:48 |
ফয়াজুল বেপারী ওরফে রিপন, পিতা: রাজ্জাক বেপারী, স্ত্রী: শান্তা, সাং: শ্রীকৃষ্ণদী, ডাকঘর: কবিরাজপুর, উপজেলা: রাজৈর, জেলা: মাদারীপুর, সে দীর্ঘ দিন যাবৎ মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়ন অন্তর্গত কোলা গ্রামে পরিবার সহ বসবাস করে গরু বেচাকেনার ব্যবসা করে আসছিল।
পলাতক ফয়াজুল বেপারী ওরফে রিপন এলাকার কয়েকজন লোকের সাথে ব্যাবসায়ীক সখ্যতা গড়ে তোলে এবং ব্যাবসার নাম করে মোটা অংকের টাকা ধার নেয়। পরবর্তীতে গত ৩ এপ্রিল সে তার পরিবার সহ সবার অলক্ষ্যে টাকা পয়সা সহ রাতের আঁধারে উক্ত এলাকা হয়ে পালিয়ে যায়। ফলে পাওয়ানাদারগণ মারাত্মক সমস্যা পরেছেন, ভবিষ্যতে ধার দেয়া টাকা উত্তোলন করা যাবে কিনা তা নিয়ে ভুক্তভোগীরা এখন অনিশ্চিত সময় পার করছেন। মো. সেলিম জানান, রিপন তার কাছ হতে গরুর ব্যাবসা করার কথা বলে প্রায় ১৫ লাখ টাকা নিয়েছে। এখন রিপনের কোন সন্ধান নেই। যোগাযোগ করা যাচ্ছে না, ফোন বন্ধ। এলাকাবাসী তার সন্ধান চায়।
এমতাবস্থায় তারা যেকোনো মূল্যে ফয়াজুল বেপারী ওরফে রিপনের সন্ধান চান বলে জানা যায়। যে/যারা পলাতক ফয়াজুল বেপারী ওরফে রিপনের সন্ধান দিতে পারবেন তাকে নগদ ১০০০০ টাকা পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
© Deshchitro 2024