|
Date: 2025-04-22 15:18:15 |
মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম।
লোহাগাড়া দরবেশ সড়কের কিছু অংশ তথা হযরত শাহপীর আউলিয়া (রহ:) মাজার সংলগ্ন সড়কের অবস্থা ইতিমধ্যে খুবই নাজুক হয়ে পড়েছে। সড়কের পিচ ও কংকর উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যান ও মানুষ চলাচল করা খুবই কষ্টকর হচ্ছে। গাড়ি চালকদের ভাষ্যমতে সড়কের এই স্থানটিতে গাড়ী চালালে গাড়ীর যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে। তাই কিছুদিন পরপর গাড়ীর যন্ত্রাংশ পরিবর্তন করতে হয়। সব মিলিয়ে গাড়ী চালকরা বেকায়দায় রয়েছে। তার উপর বৈশাখী বৃষ্টির পানিতে আরো দুঃসহনীয় অবস্থা।
এই দরবেশ হাট সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ গাড়ী করে কলাউজান, সুখছড়ি, চরম্বা, নাফারটিলা, এম চর হাট, গৌড়স্থান, কেয়াজুর পাড়া, ফারেঙ্গা, পানত্রিশা, কিল্লাখোলা যাতায়াত করে। ফলে তাদের অবস্থা বলার মত নয়। তাই সকলে সড়কের এই নষ্ট অংশটুকু সংস্কার করতঃ মানুষ ও যান চলাচল করার উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামণা করেন।
© Deshchitro 2024